সমাজের আলো : “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যে যথাযথ মর্যাদায় সাতক্ষীরায় নারী দিবস পালিত হয়ছে। নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি,মুক্তিযুদ্ধ, মুজিববর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“নারীরা মায়ের জাত। ইসলাম ধর্মে মহান আল্লাহ তায়ালা নারীদের অনেক সম্মান দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের অনেক মর্যাদা ও সম্মানের স্থানে বসিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে ও বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ব্যবসা- বাণিজ্য, রাজনীতি,বিচারবিভাগ, প্রশাসন, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক এ.কে.এম শফিউল আযম, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুব নেতৃত্ব আরজা সুলতানা আঁখি প্রমুখ। জেলার ৬১টি সংগঠন নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *