আজহারুল ইসলাম সাদী: বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক, সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলীর ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪নভেম্বর) সাতক্ষীরা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত স্মরণ সভায়, প্রফেসর মো. আব্দুল হামিদের সভাপতিত্বে স্মরণ সভায় কবিতা পাঠ ও আলোচনা করেন ড. নজমুল হক, সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান, কবি শহিদুর রহমান, মনিরুজ্জামান ছট্টু ও মনিরুজ্জামান মুন্না প্রমুখ। ভার্চুয়াল কবিতা পাঠ করেন, কলকাতা থেকে কবি পার্থ রায় ও কবি অভিজিৎ বিশ্বাস, ঢাকা থেকে কবি কিশোরীমোহন সরকার, নড়াইল থেকে কবি স্বর্ণলতা ঘোষ, ঢাকা থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী’র কন্যা শেফালি নাজনিন বেবি ও খুলনা থেকে ওয়াজেদ আলী গবেষক ড. হাবিব রহমান। স্মরণ সভায় বক্তারা বলেন, মোহাম্মদ ওয়াজেদ আলী এখনো অনাবিস্কৃত রয়ে গেছে, তিনি ছিলেন আধুনিক চিন্তার ধারক, সমাজ, রাজনীতি ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে তিনি লিখেছেন। এসময় বক্তারা সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্মদিন সরকারিভাবে পালন করার আহ্বান জানান। সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী জীবনের শেষ প্রায় বিশ বছর, সাতক্ষীরার বাঁশদহা গ্রামে নিজ বাড়িতে কাটিয়েছেন। স্মরণ সভার অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি পলটু বাসার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *