সমাজের আলো রিপোর্ট: ভারতীয় মালামাল ধরা পড়লেই সাতক্ষীরার একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র প্রতিবারই নাম মাত্র দামে কিনতে সক্রিয় হয়ে উঠে। এসব সিন্ডিকেটের কারনে কোন ব্যবসায়ী বা সাধারণ মানুষ প্রকাশ্যে নিলাম কার্যক্রমে অংশ নিতে পারে না বলে একাধিক অভিযোগ রয়েছে। এ সমস্ত সিন্ডিকেটে জড়িত রয়েছে সাতক্ষীরা আদালত পাড়ার কতিপয় পাতি নেতা ও কথিত সাংবাদিকসহ একাধিক ব্যক্তি। আর এসব সিন্ডিকেটের কারনে সরকার প্রতিবছর হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত রবিবার (২৬ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ পথে পাচার করে আনা ২১টি ভারতীয় গরু আটক করে পুলিশ। এই আটক হওয়া গরুগুলো আজ বুধবার (২৯ জুলাই) বিকাল তিনটার দিকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এলাকায় প্রকাশ্য নিলাম হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরার সচেতন মহলের দাবী সব সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ ব্যবসায়ী ও মানুষেরা প্রকাশ্যে নিলাম কার্যক্রমে অংশ নিতে পারে ।

