ইয়ারব হোসেন: সাতক্ষীরায় প্রথম এক ছয় বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় ৩০ জন আক্রান্ত হলেন।
আক্রান্ত শিশুর নাম মিম।তার বাড়ি কলারোয়া উপজেলার দাড়কি গ্রামে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সম্প্রতি তার নমুনা সংগ্রহ করা হয় । আজ বুধবার (২০ মে) দুপুর দুইটার দিকে রিপোর্ট আসে মিমের শরিরে করোনা পজিটিভ। শিশুটি বাড়িতে আছেন।
