সাতক্ষীরা সদরের খবর, হাইলাইটস
সামেক হাসপাতালে আরটিভি’র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর সাথে চিকিৎসকদের অসৌজন্যমুলক আচরণের ফলে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। শনিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে সামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিকরা এক আলোচনায় মিলিত হন। উভয়পক্ষের আলোচনা শেষে অসদাচরণের জন্য সামেক হাসপাতাল কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেন। সাংবাদিক নেতৃবৃন্দও করোনা মহামারিতে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন। আগামীতে সামেক হাসপাতালের বিভিন্ন সংকট সমাধানে সাংবাদিক ও চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক আনিছুর রহিম, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, ডা: আরিফ আহমেদ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ চক্রবর্তী, শরীফুল্লাহ কায়সার সুমন, আবুল কাসেম, আমিনা বিলকিস ময়না ও গোপাল কুমার মন্ডল, ডা. আসিফ রহমান ও ডা. ওলিউর রহমান। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *