সমাজের আলো : সারা দেশের নদ-নদী ও বালুখেকোদের তালিকা তৈরি করছে নৌ-পুলিশ। তাদের কর্মকর্তারা বলছেন, নদীর নব্যতায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে বিভিন্ন নদ-নদীতে যারা বাঁশ দিয়ে বানা তৈরি বা ঝোঁপ বানিয়ে দখলের মধ্যে রেখেছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। নদীর তীর দখলদার ও বালুখেকোদের তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হবে।
জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় নদীর পাড় ঘেঁষে প্রথমে ময়লা, বালি বা মাটি ফেলে ভরাট করা হয়। ধীরে ধীরে নদীর গতিপথ সংকুচিত হয়ে এলে পাড়ে নির্মাণ করা হয় স্থাপনা। এভাবেই সারা দেশের বিভিন্ন নদ-নদী দখল হয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে নদী রক্ষা কমিশন কাজ করলেও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলো এসব বিষয়ে তেমন মাথা ঘামায় না। নদীপথের সংঘবদ্ধ অপরাধ দমনসহ নদী দখল ও দূষণ কমাতেই ২০১৩ সালে পৃথক নৌ-পুলিশের ইউনিট গঠন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও নদী রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারেনি নৌ-পুলিশ।
