সমাজের আলো : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হরিপুরের বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের ভক্কু মিঞার ছেলে নাজির উদ্দীন (৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম (২৫)। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জানান, সকালের দিকে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যদের তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম গুলিবিদ্ধ হন। এরপর সহযোগীরা তাঁদের নিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসেন। চেয়ারম্যান আবুল কাশেম আরও জানান, বিএসএফের গুলি নাজিরের গলায় লাগে। উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন। বড় পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, রবিউল সীমান্তে গরু পারাপারের কাজ করতেন। গতকাল সোমবার তিনি গরু আনতে বেতনা সীমান্ত এলাকায় গিয়েছিলেন। রবিউলের ডান ঊরুতে গুলি লাগে। মরদেহ তাঁর বাড়িতেই রয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওরঙ্গজেব ও বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বেলা দুইটার দিকে জানান, স্থানীয় ইউপির চেয়ারম্যানদের মাধ্যমে তাঁরা খবরটি পেয়েছেন। ময়নাতদন্তের লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

