সমাজের আলো।। জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন সুন্দরবনে অপহরণের শিকার ১৪ জন জেলে। গত সোমবার (২৬ জানুয়ারি) রাত থেকে পরদিন মঙ্গলবারের মধ্যে বাড়িতে ফেরেন তারা। তবে মুক্তিপণের টাকা পরিশোধ করতে না পারায় জলদস্যুদের কবলে রয়েছেন এখনো ছয়জন জেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান জেলেরা।

