পলাশ কর্মকার : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্টখুলনা এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২৩, কেডিএআবাসিক এলাকা, শিরোমনি খুলনায় শুরু হয়েছে । ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে২৩ডিসেম্বর ২০২৩ পর্যন্ত উক্ত ক্যাম্পিং এর কার্যক্রম পরিচালিত হবে। গত ১৬ ডিসেম্বর শনিবার সকাল রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল মোঃ নাহিদুজ্জামান,বিজিবিএম, পিজিবিএম, আর্টিলারি উদ্বোধন করেন। রেজিমেন্ট কমান্ডার তাঁর বক্তব্যেরশুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধেআত্মোৎসর্গকারী শহীদ ল্যান্স কর্পোরাল মেজবাহ উদ্দিন নৌফেলসহ বীর মুক্তিযোদ্ধাদের রুহেরমাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প এ্যাডজুটেন্ট, ক্যাম্প প্রশিক্ষণঅফিসার, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট, বিএনসিসির সিওগণ, নিয়োগপূর্ব প্রশিক্ষণেঅংশগ্রহণকারী পিইউও, টিইউও গণসহ সামরিক বেসামরিক প্রশিক্ষকবৃন্দ এবং খুলনা, বরিশালবিভাগ ও বৃহত্তরফরিদপুরের ২১ টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে আগত ৫৩০ জনপ্রশিক্ষণার্থী ক্যাডেট। নয় দিন ব্যাপী পরিচালিত এ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদেরমাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেপ্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলাএবং ভবিষ্যত নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ যেমন পিটি,ড্রিল, টহল, ফাঁদ, হানা, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনে জরুরী পরিস্থিতিতেকরণীয়, ডেঙ্গু, অগ্নি দগ্ধ বা এসিডে পোড়া, যে কোন দুর্ঘটনা স্থল হতে উদ্ধারে করণীয়,প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত পরিষ্কারপরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়েপ্রশিক্ষণ প্রদান করা হবে।উদ্বোধনী ভাষণের পর রেজিমেন্ট কমান্ডার নেতৃত্বের গুণাবলীসৃষ্টির অংশ হিসেবে ১২জনক্যাডেটকে ক্যাডেটদের সর্বোচ্চ পদবী ক্যাডেট আন্ডার অফিসার র‌্যাংকব্যাজ পরিধান করান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *