সমাজের আলোঃ সাতক্ষীরার আলীপুরে এবার স্ত্রীর দায়ের কোপে স্বামীকে জখম করার ঘটনা উঠেছে। গত শুক্রবার ( ৬মে) দুপুরে পারিবারিক কলহের জেরে সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে৷
আহত যুবক ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শামিনুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাড়ির কাজে ব্যবহারিত ধারালো অস্ত্র ( দা ) দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে তার স্ত্রী রিমা খাতুন। রিমা খাতুন সদরের মাহমুদপুর এলাকার আসাদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে আরও জানাযায়, এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাটির মিমাংসা করেছেন।

