আতাউর রহমান : স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম আজ রোববার দুপুরে সাইকেল র্যালী নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বেনাপোল নোমান্সল্যান্ডে ভারতীয় ১৯ সদস্যের সাইকিলিং দলকে ফুল দিয়ে বরন করে নেন যশোর সেনানিবাসের ৫৫ পদাধিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো: হাফিজুর রহমান। দু’ দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করতে সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
৫৫ পদাধিক ডিভিশনের মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি দল বাংলাদেশে প্রবেশ করেছেন।ভারতীয় সেনাবাহিনীর এ দলের নেতৃত্ব দেন কোলকাতা সেনাবাহিনীর কর্নেল মোহিত সিংহ। বাংলাদেশের পক্ষে ৫৫ পদাতিক ডিভিমনের কর্ণেল মোহতাছিন হায়দার চৌধুরী।সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে যান। দেশের বিভিন্ন জেলা শহর প্রদক্ষিন করে ভারতীয় সেনাবাহিণীর দলটি আগামী ১৯ নভেম্বর সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে ফিরে যাবেন।

