সমাজের আলো: তার ইঙ্গিতেই চলে স্বাস্থ্য খাত। বিদেশেও রয়েছে তার কোটি কোটি টাকার ব্যবসা। ২০১৬ সালে বিশ্বে তোলপাড় করা পানামা পেপারসে বিদেশে অর্থপাচারকারী যে ৩৪ বাংলাদেশির নাম এসেছিল, সেখানেও ছিল তার নাম। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় যে ১৪টি ঠিকাদার/ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে সেখানে নেই তার নাম। এ থেকেই বোঝা যায় তিনি কতটা শক্তিশালী। দুর্নীতি করে শাস্তি তো পানই নি, এমনকি কালো তালিকা থেকেও তিনি নিজেকে মুক্ত রাখতে পেরেছেন। এ থেকেই বোঝা যায় তার ক্ষমতা কতটা বিস্তৃত। বলছি, স্বাস্থ্য খাতের গডফাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর কথা।কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদউল্লাহ গত ৩০ মে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে লেখা চিঠিতে স্পষ্টভাবেই ঠিকাদার মিঠুর নাম উল্লেখ করেছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কিছু কর্মকর্তা ঠিকাদার মিঠুর সঙ্গে মিলে কোটি কোটি টাকার যে দুর্নীতি করেছিলেন সে বিষয়েও বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) বিদায়ী পরিচালক। ঠিকাদার মিঠু বিনা টেন্ডারে কয়েকশ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছিল। অথচ কালো তালিকায় এই মিঠুর নাম নেই। এ থেকেই বোঝা যায় ঠিকাদার মিঠু কতটা শক্তিশালী। কীভাবে এত ক্ষমতাবান হলেন তিনি?

