সমাজের আলো : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, দলের সিনিয়র এক নেতার মন্তব্য ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর এক বক্তব্য কেন্দ্র করে দৃশ্যমান হয়েছে বিএনপিতে উত্তাপ।
বিষয়টি দলের স্থায়ী কমিটির বৈঠক পর্যন্ত গড়িয়েছে বলে বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিতে নেতৃত্বে কোনো সমস্যা নেই। তবে গণতান্ত্রিক দল হিসেবে বিভিন্ন রকমের কথাবার্তা থাকবে। দলের এক ভাইস চেয়ারম্যান মনে করেন, পরিকল্পনামাফিক দল পরিচালিত না হলে দ্বাদশ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, বিএনপির মধ্যকার উত্তাপ, শঙ্কা, সন্দেহ আরও বাড়বে।দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, দলের মধ্যে গুঞ্জন রয়েছেÑ কোনো কোনো প্রভাবশালী দেশ চাচ্ছে না নেতৃত্বে তারেক রহমান এবং দলটির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক থাকুক; কিন্তু এই বাধা দূর করতে বিএনপির কোনো দৃশ্যমান পরিকল্পনা দেখা যাচ্ছে না। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিকভাবে সম্পর্কের উন্নতি ঘটাতে একটি উইং থাকলেও তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। কূটনৈতিক উইংয়ের এক গুরুত্বপূর্ণ সদস্য জানান, তিনি একজন সদস্য হলেও এই উইংয়ের কাজ কী, তা জানেন না। আবার কমিটিতে যারা আছেন, তাদের কারও কারও বিষয়ে একটি প্রভাবশালী দেশের আপত্তিও রয়েছে। আমাকে বুঝতে হবে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রÑ কোন দেশের সঙ্গে কেমন সম্পর্ক এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এখানে তা অনুপস্থিত। এ বিষয়গুলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জানেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *