সমাজের আলো।। কেউ মৃদু হাসেন আবার কেউ জোরে। যাঁরা জোরে জোরে হাসেন, তাঁদের বিশেষ কয়েকটি ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। অন্যথায় প্রাণহানির ঝুঁকিও বাড়তে পারে।হাসির সঙ্গে সুখ, আনন্দ সবই জড়িত। কিন্তু মানুষ নাকি এখন হাসতে ভুলে যাচ্ছে। তাই বিশ্ব জুড়ে ‘লাফিং ক্লাব’গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ ব্যস্ত জীবনে শরীর এবং মন ভাল রাখতে হাসি জরুরি। কিন্তু হাসিও যে প্রাণঘাতী হতে পারে! অন্তত সাম্প্রতিক একটি গবেষণায় এ রকমই দাবি করা হয়েছে।

