সমাজের আলো : সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে মামলাটি করেন নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি। ৭৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় হামলাকারীদের মধ্যে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক। তিনি বলেন, নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি ৭০ জনকে এজহার নামীয় ও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। নিরাপত্তার স্বার্থে মামলা দায়ের করা ব্যক্তির পরিচয় গোপন রাখা হচ্ছে। তদন্তের স্বার্থে আসামিদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। ওসি জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, গত ১৫ মার্চ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব মামুনুল হক সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন। ওই দিন রাতে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মামুনুল হককে নিয়ে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে ঝুমন দাসকে পরদিন রাতে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টার পর থেকে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদালত সূত্র জানায়, ফেসবুকে মামুনুল হকের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে আটক যুবককে বুধবার (১৭ মার্চ) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

