সমাজের আলো : কয়রা থানাধীন খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয় ০২টি হরিণের মাথা, ০২টি চামড়া, ০২টি ভূড়ি, ০৮টি পা ও ০২ কেজি হরিণের মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল এই হরিণের মাংস জব্দ করে।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আন্দামাং মানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

