সমাজের আলো : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীয়া কর্মসূচির আওতায় ২০২১-২২ এর ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৩ ডিসেম্বর বিকালে উত্তর দেবনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীয়া কর্মকর্তা মোঃ খালিদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।ফাইনালে একদিকে ছিলো সাতক্ষীরা পৌরসভা দল অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বীতা করে বাঁশদাহ ইউনিয়ন দল। খেলায় সাতক্ষীরা পৌরসভা দল ৪০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেুন জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন।এসময় উপস্থিত ছিলেন পিএন স্কুলের প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, উত্তর দেবনগর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু মুত্তালিব,দেবনগর রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, উত্তর দেবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোঃ কাওছারউজ্জামান হিমেল, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।পুরো খেলাটি পরিচালনা করেন আহম্মদ আলী টুটুল, রুহুল আমিন, সালাউদ্দিন, আবু মুসা, আব্দুল গফুর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *