সমাজের আলো।। গত ১৭ বছর গণ-অভ্যুত্থানের আগে এ দেশের মানুষকে যেভাবে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটা ডেমো গত ১৬ মাসে দেখেছি আমরা। ১৭ বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে-এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।পথসভায় আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি কীভাবে গ্রামের অলিগলি, শহরের বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসীদের আর না দেখতে চাই, তবে এবার ব্যালটে বিপ্লব করতে হবে।’
ভোটারদের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদের এই জাতির, এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। কার কি মার্কা সেটা দেখার সময় নেই। আমরা শুধু দেখব, এই দেশের মুক্তি কোনো প্রার্থী কোনো জোট এনে দিতে পারবে, আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরই ভোট দেব।’

