সমাজের আলো : গাজীপুর সদর উপজেলায় দুই বিয়ে নিয়ে কলহের জেরে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছে ছোট স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, ভুক্তভোগী স্বামী শামীম (৩৮) দুই স্ত্রীকে নিয়ে শিরিরচালায় ভাড়ায় থাকেন।পিকআপভ্যান গাড়িচালক শামীম নাটোরের বাগাতিপাড়া থানার নুরপুর মালচি গ্রামের হাতেম আলী ছেলে। অভিযুক্ত ছোট স্ত্রী শিউলি বেগম কুড়িগ্রামের রৌমারি থানার নতুন বন্দর গ্রামের সোলায়মানের মেয়ে।
এ ঘটনায় রবিবার সকালে শামীমের বড় স্ত্রী ফজিলা বেগম (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি শিউলি বেগমকে গ্রেফতার করে।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক