সমাজের আলোঃ দেশের সকল অধস্তন আদালতে গত ২০ কার্যদিবসে ভার্চুয়াল মাধ্যমে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এসব শুনানিতে আদালত থেকে বিভিন্ন মামলায় ওই সময়ের মধ্যে ৩৩ হাজার ১৫৫ জন জামিন পেয়েছেন।
আজ শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৭ থেকে ১১ জুন পর্যন্ত সারা দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল মাধ্যমে ১২ হাজার ৭৬২টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এই ৫ কার্যদিবসে জামিন পেয়েছেন ৬ হাজার ৬৭৫ জন।
এছাড়া গত ১১ম মে থেকে ১১ জুন পর্যন্ত সময়ের মধ্যে আদালতের ২০ কার্যদিবসে মোট ৩৩ হাজার ১৫৫ জন জামিন পেয়েছেন বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্যমতে, গত ১১ থেকে ২৮ মে পর্যন্ত ১০ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ৩৩ হাজার ২৮৭টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়েছে। এই সময়ের মধ্যে জামিন পেয়েছেন ২০ হাজার ৯৩৮ জন। ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ কার্যদিবসে অধস্তন আদালতে ১৪ হাজার ৩৪০টি জামিন শুনানি ও নিষ্পত্তি হয়। তাতে জামিন পান ৫৪২ জন।
এছাড়া গত ৯ মে ভার্চুয়াল আদালতের শুনানির জন্য অধ্যাদেশ জারির একদিন পর ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এরপর উচ্চ আদালতসহ অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তিতে জারি করলে উচ্চ আদালতসহ সারা দেশে ভার্চুয়াল কোর্টে বিচারকাজ শুরু হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *