সমাজের আলো : নির্মম! মর্মান্তিক!! হৃদয় বিদারক!!! ভিক্ষা চাইতে বাসে উঠেছিল মাত্র ১০ বছর বয়সী কন্যা শিশু মরিয়ম। কিন্তু পাষাণ চালক ও তার সহকারী ৪০ কিলোমিটার গতির চলন্ত বাস থেকে ফেলে দেয়। গুরুতর আহত হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
অভাব-অনটনের সংসারে অর্থের যোগান দিতে ভিক্ষাবৃত্তিতে নামে মরিয়ম। সারা দিন মানুষের কাছে হাত পেতে যা পেতো তুলে দিতো বাবার হাতে। গাড়িচালক বাবা সেই টাকা খরচ করতেন পরিবারে। প্রতিদিনের মতো মরিয়ম গত ৯ই নভেম্বর ভিক্ষা করতে বাসা থেকে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে ভিক্ষা চাইতে চাইতে সে ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কের উল্টোপাশে দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের একটি বাসে ওঠে।

