সমাজের আলো : ছয় মাসে ৪০০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরী। নারকীয় এই অত্যাচারের অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের বীড জেলায়। ১৬ বছরের ওই কিশোরীর অভিযোগ, গত ছয় মাস ধরে ৪০০ জনেরও বেশি লোক তাকে ধর্ষণ করেছে।এমনকি ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। কিশোরীর অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গিয়েও এক পুলিশ সদস্যের লালসার শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে ভুক্তভোগী ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা। সোমবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড।
