সমাজের আলোঃ  ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের ৫৯ সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। এরা প্রত্যেকে অজ্ঞান পার্টির পেশাদারী সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন বিবিসি বাংলাকে বলেন, বেশ কয়েকজন ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে সেইসঙ্গে এই ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি সক্রিয় হয়ে ওঠায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

আটকদের কাছ থেকে বিভিন্ন ধরণের চেতনা-নাশক ওষুধ, স্প্রে, গুল, মলম, পাগলা মলম, ফোল্ডার চাকু উদ্ধার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অজ্ঞান পার্টি বা মলম পার্টি নামে পরিচিত এই সংঘবদ্ধ চক্রগুলো সারা বছর অপরাধে করলেও কোরবানির ঈদের মৌসুমে তারা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে এবং তাদের মূল লক্ষ্য থাকে হাটে গরু বিক্রি করতে আসা বেপারি এবং ক্রেতারা।

গত কিছুদিন ধরেই এই সন্দেহভাজন অজ্ঞান পার্টির সদস্যরা গরু ব্যবসায়ী ও গরু বিক্রেতাদের টার্গেট করে তাদের খাবারের সাথে চেতনা-নাশক মিশিয়ে টাকা পয়সা লুটপাট করে আসছিল বলে তিনি জানান।

তারা চারজন পাঁচজনের একটি গ্রুপ হয়ে হামলা চালিয়ে থাকে। একেকটি গ্রুপের হামলা চালানোর ধরণ একেক রকম, কেউ খাবারে চেতনা নাশক খাইয়ে কিংবা চোখে মুখে মলম বা স্প্রে ছিটিয়ে লুটপাট করে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা।

পরে ঢাকার বিভিন্ন গরুর হাট, বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনসহ আরও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫৯ জনকে আটক করে পুলিশের ৩৬টি ইউনিট। অজ্ঞান পার্টির বিরুদ্ধে এটাই সাম্প্রতিক সবচেয়ে বড় অভিযান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *