সমাজের আলো : উত্তরপ্রদেশের কানপুরের চাকেরি এলাকায় ৮২ বছরের বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে পণ না পেয়ে অত্যাচার করার অভিযোগ করলেন ৭৮ বছরের স্ত্রী। তাঁকে মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। স্বামী, জামাই-সহ মোট ছয় জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বৃদ্ধা। বৃদ্ধার এমন পদক্ষেপে চমকে গিয়েছেন তাঁর সন্তানও। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খবর আনন্দবাজারেরগণেশনারায়ণ শুক্ল নামে ওই বৃদ্ধের সন্তান রজনীশ জানিয়েছেন, তাঁর মা কোনও আত্মীয়ের প্রভাবেই এমন কাণ্ড ঘটিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমার বাবা অবাক হয়ে গিয়েছেন তাঁর বিরুদ্ধে পণবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে শুনে।’’ প্রতিবেশীদের বক্তব্য, গণেশ লাঠি ছাড়া চলতে পারেন না। সেই গণেশের বিরুদ্ধে এমন মামলা দায়ের হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গণেশের আইনজীবী শিবেন্দ্রকুমার পাণ্ডের দাবি, এ ক্ষেত্রে পণবিরোধী আইনের অপব্যবহার করা হয়েছে। তাঁর কথায়, ‘‘বিয়ের এত বছর পর পণ নিয়ে অভিযোগ তোলার কোনও মানে হয় না। বর্তমানে বিষয়টি বিচারাধীন। এই সমস্যা যাতে সমঝোতার মাধ্যমেই মেটে তার চেষ্টা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *