সাতক্ষীরা প্রতিনিধি : ৯ বছর বয়সের ছেলেকে ঘরে আটকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে পিতা। আজ ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের শিশুটির নাম আশিফ (৯)। সে সাতক্ষীরা সদর উপজেলা ধলবাড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
নিহতের মা রোকেয়া খাতুন জানান, তার স্বামী মাদকসেবী। দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিল। তিনি গত কয়েক দিন সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামে পিতার বাড়িতে ছিলেন। গতকাল তার স্বামী ইয়াছিন আলী তার কাছ থেকে ছেলে আলিফকে বাড়িতে নিয়ে আসে। আজ ভোরে তার ছেলেকে ঘরে আটকে ঘরে তালা লাগিয়ে দেয়। পরে ঘরের ভিতরে আগুনে ধরিয়ে পালিয়ে যায়। ইয়াছিন আলী এ সময় গান বাজান। আগুন দেখে এলাকাবাসি ঘটানাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঘরের ভিতরে শিশুটি পড়ে ছাই হয়ে যায়। তার কোন চিহ্ন ছিল না।
সাতক্ষীরা সদর থানার ওসি ঘটনা নিশ্চিত করে বলেন পিতাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হচ্ছে।
