সমাজের আলো : ২০১৯ বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য নিয়েও সর্বশেষ বর্ষসেরা একাদশে উপেক্ষিত ছিলেন সাকিব আল হাসান। তবে এবার বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি’র দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। রোববার বিকালে আইসিসি বিগত দশকের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে। একাদশে সাকিবই একমাত্র বাংলাদেশি। এছাড়া এশিয়া থেকে তিনি ছাড়া আছেন আরও ৪ জন ক্রিকেটার। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই একাদশে। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে আইসিসি। একাদশে অধিনায়কের মর্যাদা পেয়েছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনি।




Leave a Reply

Your email address will not be published.