ঝিকরগাছা প্রতিনিধি : ২৮ মার্চ রোজ সোমবার যশোরে শার্শা উপজেলার বাসিন্দা ও দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান একটি বিরল প্রজাতির প্রানী খাচায় বন্দী জীবন থেকে বনে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ওপর আলী, সাংবাদিক জসিম উদ্দিন, রাশেদুল ইসলাম ও এলাকার জন সাধারণ।মিজান সাহেব জানান তিনিও আগেও এমন আরো অনেক বার এমন বিরল প্রজাতির প্রানী অবমুক্ত করেছেন,, তিনি বলেন এগুলো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এগুলো খাচায় বন্ধী না রেখে অবমুক্ত করার জন্য সমাজের সকল মানুষের প্রতি আহবান জানিয়েছেন।

মিজান সাহেবর এ ধরনের কাজে সাধুবাদ জানিয়েছেন শার্শা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর আলী,তিনি বলেন মিজান সাহেবের মত সবাই এগিয়ে আসলে আমার প্রকৃতি সম্পাদ রক্ষা পাবে।এলাকার মানুষের সাথে কথা বলে জানা যাই মিজানুর রহমান একজন সমাজ সেবক,, ইতিমধ্য তিনি একটি এতিমখানা ও একটি মাদ্রাসা করছে গরীব দুখি মানুষের জন্য,, এবং সামাজের অবহেলিত মানুষের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *