ফারুক হোসাইন রাজ,কলারোয়া সাতক্ষীরা:সরকারি খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমের সুফল ও গ্রামের অসহায়, গরীব মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচার-প্রচারণা ও অসহায় মানুষের সার্বিক সহযোগিতা করতে হবে। সরকার তৃনমুল পর্যায়ে আইনী সেবা পৌছে দিতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিরলসভাবে কাজ করছে। মুজিব বর্ষে জেলায় অসহায় মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা করতে হবে এমনটি বলেছেন প্রধান অতিথি জেলা লিগ্যল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।
সোমবার (২৮ মার্চ) বিকাল ৪ টায় কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও (সহকারী জজ) মনিরুল ইসলাম এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার এই গণশুনানী অণুষ্ঠানের আয়োজন করে।কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাঈদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি (জেলা লিগ্যাল এইড অফিসার) আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে আপনারা নির্ভয়ে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন।
আপনাদের সহযোগিতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরার সকল মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্ভব হবে।গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আইন সহায়তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন। সাতক্ষীরা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নতুন ভবনের ৩১১ নং রুমে আইনগত সহায়তা দেওয়া হয়।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমানের পরিচালনায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উইমেন জব ত্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছুর রহমান, ফরিদুজ্জামান, আব্দুল গফ্ফার, অনন্ত কুমার, আহসান, মফিজ উদ্দিন, ফরিদা খাতুন, মর্জিনা খাতুন, কদবানু খাতুন, আলী আহম্মদ, ফারুক হোসেন।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সাতক্ষীরা অফিসের অফিস সহকারি পেশকার ইশারব হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ শতাধিক অসহায়, গরীব নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *