তালা প্রতিনিধি : ২৫ মে (বৃহস্পতিবার) সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে উত্তরণের প্রকল্প উপকারভোগিদের ÒService providers consultation meeting for mapping with their responsibilities to address the specific needs and vulnerabilities of displaced persons” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তচ্যুত ব্যক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” নামের প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত কর্মশালা উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা, অনিমা রানী মন্ডল, নূর জাহান বেগম, সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব, পৌরসভার সমাজ উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলীসহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল করিম। এ সময় উত্তরণের প্রকল্প কর্মকর্তা এনামুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রশান্ত কুমার গাইন, আফরোজা নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.