সমাজের আলো: মানিকগঞ্জের ঘিওরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর বাজারের দিলীপের মিষ্টির দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা পাবনার বেড়া উপজেলার কৈতলা গ্রামের উজ্জল সেখের ছেলে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ (বিপ্লব) জানান, রানা নিজেকে ঘিওর থানার এসআই পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন। বিষয়টি জানার পর রানাকে ধরতে পুলিশের কয়েকজন সদস্যকে সাদা পোশাকে মাঠে নামানো হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর বাজারের দিলীপের মিষ্টির দোকানে রানা এসআই পরিচয়ে ১ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এ সময় সাদাপোশাকের পুলিশ সদস্যরা গিয়ে তার পরিচয় জানতে চাইলে তাদের কাছেও তিনি নিজেকে ঘিওর থানার এসআই বলে দাবি করেন।

