সমাজের আলো: বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বহিস্কৃত সভাপতি ফারুক আহমেদের মারধর ও ভয়-ভীতির কারণে তার বৃদ্ধ বাবা-মা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ফারুকের বাবা তোজাম্মেল ফকির।সংবাদ সম্মেলনে তোজাম্মেল ফকির জানান, তাকে ও তার স্ত্রীকে বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছেন তাদের ছেলে ফারুক আহমেদ। এ কারণে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগ বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবক লীগ ফারুক আহমেদকে উপেজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে। তোজাম্মেল ফকির জানান, পরবর্তীতে ফারুক আহমেদ কৌশলে তার বাবাকে ফুসলিয়ে অভিযোগ তুলে নেন। এমতাবস্থায় গত ৭ ডিসেম্বর বিকেলে ফারুক তার স্ত্রী, সন্তান ও সহযোগীদের নিয়ে বাড়িতে এসে পুনরায় তার বাবা-মাকে মারপিট করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ১৫ ডিসেম্বর আদালতে মামলা করেন তিনি। তোজাম্মেল ফকির আরও জানান, মামলা দায়েরের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন ফারুক আহমেদ। তোজাম্মেল ও তার স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন ফারুক। তাদের বাড়িতে উঠতে দিচ্ছেন না তিনি। ছেলের হুমকি-ধামকিতে তোজাম্মেল ও তার স্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *