সমাজের আলো : কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। যদিও মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এই রকেটগুলোকে দিকভ্রষ্ট করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
কাবুল বিমানবন্দরে রকেট হামলা মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে আরও জানান, সোমবার (৩০ আগস্ট) সকালের দিকে এই রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এগুলোকে নামানো হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি তারা। প্রাথমিকভাবে মার্কিনিদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আরও সংবাদ আসতেও পারে বলে জানিয়েছেন তারা।এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় এখন পর্যন্ত একজন আইএস সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

