সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই এই শ্লোগানে কালিগঞ্জে উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির কালিগঞ্জ শীর্ষক সমাবেশ। পিস ফ্যাসিলিটেটর আয়োজনে মাল্টিস্টেইক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিটিলিটি”র সহযোগিতায় বুধবার (২২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্সক্লাবে পি এফ জি গ্রুপের কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও পি এফ জি গ্রুপের উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রধান আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এ্যাবাসেডর এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম, জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটির সেক্রেটারী আব্দুস সুবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পিএফজি গ্রুপের নেতৃবৃন্দ, এনজি প্রতিনিধি, শিল্পী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.