হাফিজুর রহমান শিমুলঃ” সেবা ও উন্নতির দক্ষ রূপকার,
উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পরিষদএর অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষ্যে প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ।
