হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি সম্প্রতি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংবর্ধিত অতিথি মোঃ আজাহার আলী। বক্তব্যে তিনি বলেন আমি উপজেলা এলাকার মানুষের মাঝে প্রকৃত ভূমিসেবা পৌছে দিতে সক্ষম হয়েছি। আমার দরজা সকল শ্রেনী পেশার মানুষের জন্য উন্মুক্ত রেখেছি, যে কেউ আমার স্বাক্ষাত করতে চাইলেই সুযোগ পায় তাদের সমস্যার কথা বলার। মাত্র এক সপ্তাহের মধ্যে মিউটেশন করে দিচ্ছি আবেদনকারীদের। আমি চাই হয়রানী ও ঘুষমুক্ত ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে। এখানকার সাংবাদিকরা তুলনামূলক অনেক ভালো অযথা ঝামেলা করে না, মিথ্যা বা অসত্য সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষকে হয়রানী করেননা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশরাত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহাদত হোসেন, ও সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হোসেন, নির্বাহী সদস্য শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। এ সময়ে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ও উপস্থিত সকল সাংবাদিককে মিষ্টি খাওয়ানো হয়।




Leave a Reply

Your email address will not be published.