রনি হোসেন, কেশবপুর : যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’-এর অর্থায়নে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ৩০ পিস কোরআন শরীফ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গড়ভাংগা গ্রামের শামসুল উলুম কওমী মাদ্রাসায় এবং কোমলপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ছাত্রদের হাতে ওই কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চৌগাছা পরিবার সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এনামুল কবির সবুজ, মাদ্রাসার শিক্ষক মুফতি সবুর হোসেন, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের এডমিন বাবু বিশ্বাস, সোহেল রানা সবুজ, মাছুম বিল্লাহ্, সজল বিশ্বাস, শান্ত, হুসাইন, মফিজুর রহমান, ইমন হোসেন প্রমুখ। ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চৌগাছা পরিবার’ নামে এ সংগঠনটি মানব কল্যাণে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে বলে জানা গেছে।
চৌগাছা পরিবার সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এনামুল কবির সবুজ বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ৩০ পিস কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
