সমাজের আলো : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকালে গুলশানের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।আইনমন্ত্রী বলেন, আমি এর আগে বলেছি, ৪০১ ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তি হয়ে গেছে সেই দরখাস্তটি পুনরুজ্জীবিত করার কোনো স্কোপ নেই। আমি যে আইনি ব্যাখ্যা দিয়েছিলাম সেই আইনি ব্যাখ্যাই সঠিক। বিএনপিপন্থী ১৫ জন আইনজীবী আমার সাথে দেখা করেছেন। তারা একটা বক্তব্য দিয়েছেন। তাদের এই বক্তব্য কোনো দেশে, কোনো সময়, বিশেষ করে আমাদের উপমহাদেশের কোনো আদালতে নজির আছে কি না আমি সেটা খতিয়ে দেখছি। আমার দেখা এখনো শেষ হয়নি। প্রায় শেষ প্রান্তে এসেছি।

