সমাজের আলো : নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি সদস্য মাউলানা আল আমিন (৫০) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার বিকেলে বকচরা বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার কৃত মাউলানা আল আমিন (৫০) শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা এলাকার মৃত আকরাম আলীর ছেলে ও ইউনিয়ন জামায়াতের আমির ও ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জরুল হাসান জানান, ইউপি নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। ওই মামলার বাদী শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গার সদর সরদার এর ছেলে রবিউল ইসলাম। মামলা নং – ৯১৮।
আটককৃত মাউলানা আল আমিনের নামে ছাত্রলীগ নেতা প্রভাষক মামুন হত্যা,আওয়ামিলীগ নেতা রবিউল হত্যা, ২০১৩ সালে ও পরবর্তী সময়ে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র নাশকতা,বিস্ফোরক মামলা সহ কমপক্ষে ১৫ মামলা রয়েছে বলে জানাম তিনি। –




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *