সমাজের আলো : দেবহাটায় ইউপি সদস্য ও সাংবাদিক নির্মল কুমার মন্ডলকে মারপিটের ঘটনায় সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলার শিকার নির্মল মন্ডল বাদী হয়ে সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, তার গানম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, গ্রামপুলিশ ফারুক হোসেন, ঈদগাহ বাজারের হোটেল ব্যবসায়ী রুহুল আমিন খোকন ও তার ছেলে জাকারুলের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
হামলায় আহত নির্মল মন্ডল সখিপুরের ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্যের পাশাপাশি একাধারে তিনি দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত তিনি। বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাহ বাজারে অবস্থানকালে ইউপি চেয়ারম্যান রতন ও তার পোষ্য সাঙ্গপাঙ্গদের হামলার শিকার হন তিনি।

