সমাজের আলো : করোনা রোগী এবং সাধারণ রোগী মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতালে। একই অবস্থা সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। প্রশাসন পুলিশ জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় রাস্তার মানুষ অনেকটা ঘরমুখো হলেও হাট-বাজার বসেছে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অবস্থাও কম নয়। সেখানে সব ধরণের রোগী অবাধে যাতায়াত করছেন। যাচ্ছে রোগীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। এমনই অভিযোগ সচেতন মহলের।শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এম জিললুর রহমান বলছিলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ডেডিকেটেড হাসপাতাল হিসেবে করোনা রোগীর চিকিৎসা হচ্ছিল। আকষ্মিকভাবে সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত সাতক্ষীরা সদর হাসপাতালে করোনার রোগী নিয়ে আসেন এবং তড়িঘড়ি করে একটি ওয়ার্ড প্রস্তুত করে সেখানে রোগী রেখেছেন। এম জিললুর রহমান বলেন, ‘এরফলে রোগীদেরকে নিয়ন্ত্রণে না রাখায়, রোগীরা বাইরে আসছে, রোগীর স্বজনরাও বাইরে আসছে, অন্যান্য ওয়ার্ডে যাচ্ছে, অন্যান্য ওয়ার্ডের রোগীরা করোনার ওয়ার্ডে যাচ্ছে।’ একই সঙ্গে ‘এখন সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার বৃদ্ধির কেন্দ্রবিন্দু সাতক্ষীরা সদর হাসপাতাল সেটি আর বলার অপেক্ষা রাখে না’ বলে উল্লেখ করেন তিনি।এদিকে খবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরার কোন কোন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ইচ্ছামত করোনাভাইরাস আক্রান্ত রোগীসহ সাধারণ রোগী ভর্তি করা হচ্ছে। এরফলে সেখানকার পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠতে পারে। ক্লিনিক কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য বিভাগকে তথ্য গোপন করে এধরণের চিকিৎসা সেবা দীর্ঘদিন করার বিষয়টি সম্প্রতি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এক পর্যায়ে গত ৭জুন সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত শহরের সিবি হাসপাতাল, সংগ্রাম হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও হার্ড ফাউন্ডেশনকে সতর্ক করে বার্তা প্রেরণ করেছেন। তিনি চিঠিতে বলেছেন, এরপর তথ্য গোপনের কোন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরপরও কিছু কিছু বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে করোনা রুগির চিকিৎসা দিয়ে প্রকৃত তথ্য স্বাস্থ্য বিভাগকে না জানানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার রাতেও একটি বেসরকারি হাসপাতালে ১০২ জন রোগী চিকিৎসাধীন ছিল। এরমধ্যে কতজন করোনাভাইরাস আক্রান্ত এবং কতজন সাধারণ রোগী তার পরিসংখ্যান জানা যায়নি।




Leave a Reply

Your email address will not be published.