সমাজের আলো: পরিবার-পরিজনদের সঙ্গে বাড়িতে পুল খেলছিলেন ডেলে আলি। ঠিক তখনই তার ঘরে হানা দেন মুখোশধারী দুই ডাকাত। এ সময় ডেলে আলি ও তার বন্ধুকে প্রহার করেছে ডাকাতরা। ছুরির ভয় দেখিয়ে কেড়ে নিয়েছে দামী ঘড়ি, স্বর্ণালঙ্কার। এর মূল্য কয়েক হাজার পাউন্ড। ইংলিশ মিডফিল্ডারের বাসায় বুধবার রাতে এই হামলা চালায় ডাকাতরা। যতক্ষণ পর্যন্ত তিনি তার মূল্যবান সম্পদগুলো ডাকাতের হাতে তুলে না দিচ্ছিলেন, ততক্ষণ পর্যন্ত ডাকাতরা তার মুখে ঘুষি মারতে থাকে। ডাকাতির খবর পেয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

এতে বলা হয়, লকডাউনের পর থেকে দীর্ঘদিনের পার্টনার রুবি মাই, দত্তক নেয়া ভাই হ্যারি এবং হ্যারির প্রেমিকার সঙ্গে ২০ লাখ পাউন্ডের বাসায় বসবাস করছেন ডেলে আলি। ডাকাতির সময় বাসার নিচতলায় অবস্থান করছিলেন তিনি। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেখানে হানা দেয় ডাকাতরা। টটেনহ্যাম মিডফিল্ডার ডেলে আলিকে এ সময় তারা মুখে ঘুষি মারতে থাকে। দাবি করতে থাকে মূল্যবান সম্পদগুলো তাদের হাতে তুলে দিতে। এ সময় ওই বাড়িতে থাকা আরো একজনকে নির্যাতন করে তারা।
এরপর এক ডাকাত সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ডেলে আলির বেডরুম তছনছ করে। একটি সূত্র বলেছেন, ডাকাত দলটি ডেলে আলির বাসার সব কিছু এলোমেলো করে রেখে যায়। ডেলে আলি বাসার নিচতলায় পুল খেলার সময় ডাকাতরা দরজায় লাথি মারতে থাকে। এতে দরজা খুলে যায়। মুখোশপরা এক থেকে দু’জন ডাকাত ঢুকেই ডেলে আলির মুখে ঘুষি মারতে থাকে। ডেলে আলির এক বন্ধু বের হওয়ার চেষ্টা করলে তাকেও প্রহার করা হয়। তারা ডেলে আলির দুটি দামি ঘড়ি কেড়ে নেয়। উপরতলায় গিয়ে তারা লুটে নেয় স্বর্ণালঙ্কার। প্রহারে আহত হলেও ডেলে আলি ও তার বন্ধুকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। কিন্তু সূত্রগুলো বলেছে, তারা এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন। মানসিক ক্ষতের সৃষ্টি হয়েছে তাদের। হামলাকারীদের দু’জনের হাতে ছিল ছুরি। তারা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে নিয়েছে। ডাকাতির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ডেলে আলি লিখেছেন, ‘মেসেজের জন্য সবাইকে ধন্যবাদ। ভয়ানক অভিজ্ঞতা। তবে আমরা সবাই ঠিক আছি।’
ডেলে আলির বাড়ির বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করে অপরাধী শনাক্তের চেষ্টা করছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *