সমাজের আলো:  করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ এক হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে, এই ভাইরাস এইডসের মতো। এইডস যেমন পৃথিবী থেকে কখনোই নির্মূল হয় নি। করোনা ভাইরাসও তেমনই হতে পারে। বিশ্ব স্বাস্থ সংস্থার ইমার্জেন্সি বিষয়ক পরিচালক ডা. মাইক রায়ান এ কথা বলেছেন। কবে নাগাদ করোনা ভাইরাস নির্মূল হতে পারে সে বিষয়ে বুধবার তিনি ধারণা প্রকাশ করছিলেন। ওদিকে করোনা ভাইরাস মহামারীর কারণে বিশে^ ভয়াবহ এক মানসিক সঙ্কট সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে একই সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক পরিচালক। তিনি বলেছেন, নিঃসঙ্গতা, আতঙ্ক, অর্থনৈতিক টালমাটাল অবস্থায়- মানুষ মানসিক রোগীতে পরিণত হবে।

এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। ডা. মাইক রায়ান বলেছেন, এই ভাইরাসের প্রতিষেধক যদি পাওয়া যায়ও, তবুও একে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস হবে এইডসের মতো, যা কখনোই শেষ হওয়ার নয়। তাই এই ভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন এ ভাইরাসের সংক্রমণ এভাবে ছড়াতে থাকলে তার ফল মারাত্মক হবে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক বলেন, করোনা মানবজাতির সামনে ভিন্ন ভিন্ন ভয়ংকর রূপ নিয়ে হাজির হবে। ফলে এ ভাইরাসের প্রাদুর্ভাব হয়তো কখনোই শেষ হবে না। আমাদের বাস্তববাদী হওয়াটাই গুরুত্বপূর্ণ। কেননা এ ভাইরাস কবে অদৃশ্য হয়ে যাবে এটা কেউ অনুমান করতে পারবে বলে আমার মনে হয় না। এছাড়া কবে এর প্রকোপ দূর হবে তারও কোনো দিনক্ষণ নেই। এই রোগ হয়তো আমাদের জন্য দীর্ঘস্থায়ী এক সমস্যা হিসেবে থেকে যাবে, নাও থাকতে পারে।’ ডা. মাইক রায়ান বলছেন, হামসহ অন্যান্য অনেক রোগেরও তো ভ্যাকসিন রয়েছে, কিন্তু সেসব রোগ কিন্তু এখনো নির্মূল হয়ে যায়নি। ফলে করোনা ভাইরাস নির্মূল হওয়ার সম্ভাবনা নেই বলা চলে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে আরেকটি অত্যাসন্ন সঙ্কট সম্পর্কে জাতিসংঘকে সতর্ক করেছে। এ বিভাগের পরিচালক ডেভোরা কেস্টেল বলেছেন, ওই রিপোর্টে বলা হয়েছে, মানুষের একাকীত্ব (আইসোলেশন), আতঙ্ক, অনিশ্চয়তা ও অর্থনৈতিক টালমাটাল অবস্থা- এসবই ভয়াবহ মানসিক অস্থিতার কারণ হতে পারে। তিনি বলেছেন, সহসাই এ কারণে বিশ্ব ভয়াবহ রকম মানসিক এক অসুস্থতা দেখতে পারে। এর মধ্যে শিশু, যুবক ও স্বাস্থ্যকর্মীও রয়েছে। মানসিক স্বাস্থ্য এবং পুরো সমাজের সুস্থতার বিষয়টি এতে প্রচ-রকমভাবে আঘাতপ্রাপ্ত। এ বিষয়টিতে অগ্রাধিকার দিতে হবে জরুরিভিত্তিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই পূর্বাভাষ এমন এক সময়ে দেয়া হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের পরে করোনা সংক্রমণের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২,৪২,২৭১ জন। সরকারি হিসেবে রাশিয়ায় মারা গেছেন ২২১২ জন। সেখানে করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠেছে রাজধানী মস্কো। এখানেই মারা গেছেন ১২৩২ জন। তবে হিসাবে কোনো ত্রুটির কথা অস্বীকার করেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা।




Leave a Reply

Your email address will not be published.