সমাজের আলো : নির্বাচনি আচরন বিধি ভেঙ্গে ছাত্রলীগ মটরসাইকেল নিয়ে মিছিল বের করলো। আজ রবিবার ভোট চালাকালে সাতক্ষীরা সদর উপজেলার আলোচিত আলিপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ানে উপ নির্বাচন অনুষ্টিত হচ্ছে। ভোট চলাকালিন রোববার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক মটরসাইকেলে নেতাকর্মী নিয়ে ভোটকেন্দ্রের সামনে মহড়া দেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির বলেন, ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে মোটরসাইকেল শোডাউন দেওয়া যাবে না। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনই ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত রোববার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২৫ হাজার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *