সমাজের আলো ডেস্ক: গঞ্জের বাহুবলে জুমার নামাজরত অবস্থায় হাফেজ মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) উপজেলার দ্বারাগাঁও রেলস্টেশন জামে মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জুমার এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।। তাৎক্ষণিক অন্য মুসল্লিরা তাকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মসজিদেই তার মৃত্যু হয়েছে।
