শ্যামনগর উপজেলার ১৯১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধক কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার । গত ইং ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা সদরে ১৬০ নং শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি জগলুল হায়দার বলেন, “ডেঙ্গুর প্রকোপ এবং বিস্তার ধ্বংসের লক্ষ্যে ফুলের টপ, স্কুলের ফুলবাগান এবং স্কুলের আঙিনা নিয়মিত পরিষ্কার করার নির্দেশনা দেন তিনি। উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সহকারী শিক্ষা অফিসার প্রকাশ কুমার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার, ১২ টি ইউনিয়নের সচিব গন, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, মশা নিধন সার্ভিসের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী, খানপুর মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি:ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.