সমাজের আলো : তালায় প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম তহিদের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে, সন্ত্রাসী হামলায় লুট হওয়া সিরাজুলের প্রতিবন্ধী গাড়িসহ মোবাইল টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার সহ সন্ত্রাসী সাকু ও তার বাহিনীর সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার আয়োজনে (১৮ই জুন) সকাল আনুমানিক (১১) ঘটিকায় তালা ডাকবাংলোর সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। তালার গুরুত্বপূর্ণ চার স্থানে পথসভা করার সিদ্ধান্ত থাকলেও এক দুইজন জনপ্রতিনিধি সাংবাদিক ও প্রশাসনের লোকজন সন্ত্রাসীদের পক্ষ নিয়ে কর্মসূচিতে বাধা সৃষ্টি করায় কর্মসূচি বন্ধ হয়ে যায়।

 

এসময় চরম দুর্ব্যবহার করে প্রতিবন্ধীদের কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়। তবে সকল বাধা উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থাকলেও হঠাৎ জোরে বৃষ্টি আশায় পুনরায় কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি।একজন খুনী সন্ত্রাসী একাধিক মামলার আসামির বিরুদ্ধে প্রতিবন্ধী সংগঠনের ডাকা কর্মসূচিতে বাধা সৃষ্টি হওয়ায় সর্বমহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের পিছনে প্রভাবশালীরা থাকায় এঘটনায় কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। উক্ত পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব শেখ আবুল কালাম আজাদ, আরো বক্তব্য রাখেন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সহ অনেকে। উল্লেখ্য, একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করাকে কেন্দ্র করে গত (৩০) মে ২০২২ ইং তারিখে প্রতিবন্ধী সিরাজুলের উপর সন্ত্রাসী হামলার করে সন্ত্রাসী খুনি সাকু ও তার বাহিনীর লোকজন। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিরাজুল সাত দিন হাসপাতালে থাকার পর সামান্য সুস্থ হয়ে (০৫ জুন) তালা থানায় একটি এজাহার করেন। সিরাজুলের করা এজাহারের সাথে থানায় মামলা রেকর্ডের ধারার তেমন কোনো মিল নেই এমন অভিযোগ উঠেছে। সিরাজুলের কাছ থেকে লুট হওয়া প্রতিবন্ধী গাড়িটি প্রথমে গ্রামের ছফেপ আলী শেখের বাড়িতে এবং পরে সন্ত্রাসী সাকুর নিজ বাড়িতে কয়েকদিন পরে থাকলেও পুলিশ গাড়ি উদ্ধারে কোনো ভূমিকা নেয়নি। অনেক দেরিতে অবশেষে যেদিন রাতে পুলিশ-সন্ত্রাসী সাকুর বাড়িতে যায় তার কিছুক্ষণ আগে সন্ত্রাসী সাকু গাড়িটি বাড়ি থেকে সরিয়ে দেয় এবং নিজে বাড়ি থেকে সরে পড়ে। কয়েকদিন সন্ত্রাসীর বাড়িতে গাড়িটা পড়ে থাকল পুলিশ উদ্ধার করল না, যেদিন রাতে পুলিশ আসলো তার কিছুক্ষণ আগে সন্ত্রাসী গাড়িটি সরে যাওয়ায় বিষয়টি অনেকে রহস্য জনক মনে করছে। অবশেষে গত (১২) ই জুন পুলিশের হাতে আটক হয় সন্ত্রাসী সাকু এবং ওই দিনই পুলিশ তাকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। পরদিন সন্ত্রাসী সাকুর আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। মামলার বাদী প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম তহিদ রিজার্ভ ভাড়া মোটর সাইকেল যোগে আদালত হতে বাড়ি ফেরার পথে আনুমানিক দুপুর (১) টার সময় তালা উপজেলা মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা ক্ষৈত্রিয় পাড়া নামক স্থানে পৌঁছালে সম্মুখ দিক থেকে আসা একটি মোটরসাইকেল সিরাজুলের ভাড়া মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের মোটরসাইকেল থেকে তিনজন হতে দুইজন দ্রুতগতিতে নেমে একজন সিরাজুলের মাথায় অস্ত্র ধরে অন্যজন রড দিয়ে সিরাজুলকে মারপিট করে সিরাজুলের কাছে থাকা মামলার জরুরী কাগজপত্র সাকুর বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ সম্বলিত কাগজপত্র একটি তথ্য সম্বলিত পেনড্রাইভ দুইটা সিম ও একটি মেমোরি সহ স্যামসাং স্মার্টফোন সহ নগত টাকা রাখা সিরাজুলের কাধে ঝুলানো একটি ব্যাগ ছিনিয়ে নেয় এব়ং ঘটনার বিষয়ে কোন কিছু করলে এবং কাউকে বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবন্ধী সিরাজুল ওই-দিনই তালা থানায় গিয়ে চিনতে পারা দুই জনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাত দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ থাকে যে, আদালতে সন্ত্রাসী সাকুর আইনজীবী সাকুর জামিনের চেষ্টা করলে আদালত বাদীপক্ষের আইনজীবী মুখে সাকুর হিংস্রতার কথা এবং বিভিন্ন অপরাধের কথা শুনে এবং প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে দেখে এবং সিরাজুলের সাংবাদিকতার পরিচয় পত্র সহ বিভিন্ন কাগজপত্র দেখে সাকুর জামিন না মঞ্জুর করেন। মামলার বাদী যেন পরবর্তী আদালতে আর কোনো কাগজপত্র উপস্থাপন করতে না পারে এ জন্য পরিকল্পিতভাবে উক্ত ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী সাকুর দলবল। এছাড়া স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় ও অন্যান্য সাংবাদিকদের কাছে প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুর ইসলাম যেন কোন সংবাদ পাঠাতে না পারে এজন্য সন্ত্রাসীরা বারবার সিরাজুলের স্মার্ট ফোন ছিনিয়ে নিচ্ছে। এছাড়াও সাকুকে আটকের পর হতে সাকুর লোকজন আবারো সিরাজুলের ওপর হামলা চালিয়ে সিরাজুলকে প্রাণে মেরে ফেলা সহ সিরাজুলের ফোন ও অন্যান্য জিনিসপত্র লুটপাটের হুমকি দিয়ে আসছে। এখনো পর্যন্ত সিরাজুলের লুট হওয়া প্রতিবন্ধী গাড়িসহ অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশ কোন প্রকার ভূমিকা নিচ্ছে না এমন অভিযোগ উঠেছে। তালায় প্রতিবন্ধী সংগঠনের কর্মসূচিতে বাধা দেয়ায় এবং সিরাজুলের উপর বারবার সন্ত্রাসী হামলার প্রতিবাদে, ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার সহ সন্ত্রাসী খুনি ও তার বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মূলক ব্যবস্থার দাবিতে প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি সহ একাধিক প্রতিবন্ধী ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃহত্তর আন্দোলন কর্মসূচির প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *