তালা প্রতিনিধি : শুক্রবার (১৭ নভেম্বর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে আগামীর জলবায়ু কর্মীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তরণের বাস্তবায়নে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সিডাটু গ্রো প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এড. আবুল কালাম আজাদ। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ রেজওয়ান উল্লাহ’র সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আলী নুর খাঁ বাবলু, সাংবাদিক মোঃ জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান এবং এড. মোঃ মুনীরুদ্দীন প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আমির হামজা জিহাদ। উক্ত কর্মশালায় সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, সাতক্ষীরা সদর ও তালা এবং খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা থেকে জলবায়ুকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে টেকসই, স্থানীয় এবং সহজ সমাধান খুঁজে বের করা এবং আসন্ন কপ-২৮ এ সকলের সামনে উপস্থাপন করাই এই কর্মশালার মূল্য উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *