সমাজের আলো : তালায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সা¤প্রদায়িক হামলা আর প্রয়াত এইচএম এরশাদ সম্পর্কে কটুক্তির প্রতিবাদও করা হয়। শনিবার (২৩ শে অক্টোবর) বিকেল তিনটার তালা ডাকবাংলো চত্ত¡রে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান ও উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন,উপজেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি এড: জিল্লুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, ডা: আবুল বাশার, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গাজী আব্দুল জলিল, নগরঘাটা ইউনিয়ন জাতীয পার্টির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: হাশেম আলী গাজী প্রমুখ।
