নিজস্ব সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ায় এক প্রতিবন্ধীর ফলের দোকান দিনে দুপুরে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থানে উপস্থিত হয়। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৩অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া হরিনা-গোয়ার চাতর বাজারে। এঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী বাদী হয়ে কলারোয়া থানায় ফারুক হোসেন, ময়নুর রহমান, আব্দুর রব, লিটন, মফিজুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার হরিনা-গোয়ালচাতর গ্রামের মৃত আতিয়ার রহমান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৬২) প্রতিবন্ধী হওয়ায় তিনি গোয়ালচাতর বাজারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে রাস্তার ধারে সরকারী জায়গায় একটি টোং দোকান ঘর বসিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে আসছেন। শনিবার সকালে অভিযুক্তরা দোকানঘরটি ধারাধরি করে স্কুল মাঠে নিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া দেয়। এতে করে ওই প্রতিবন্ধীর প্রায় ৪৫হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী শহিদুল ইসলাম জানায় তার প্রতিবন্ধী নাতিছেলে জিবনকে সাথে নিয়ে ওই দোকানে বসে ফল বেচা কেনা করতেন। সকালে এসে দেখেন ফারুক হোসেন, ময়নুর রহমানের নেতৃত্বে তার দোকান ঘরটি ধরাধরি করে নিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। তখন তিনি ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে সাথে সাথে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে এঘটনা উল্লেখ্য করে তিনি ন্যায় বিচারের জন্য কলারোয়া থানায় বাদী হয়ে ৪জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযুক্ত ফারুক হোসেন, ময়নুর রহমান জানান-আমরা বাজার কমিটিতে দায়িত্বে থাকায় অনেক বার বলা হয়েছে টোং ঘরটি সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তিনি তাদের কথা না শোনায় শুধু মাত্র টোং ঘরটি স্কুলের গেট থেকে সরিয়ে দিয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারবেন না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *