তালা প্রতিনিধি : সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার সেনেরগাতী বালিকা বিদ্যালয়ের ২১২ ছাত্রীর মাঝে সেনেটারী প্যাড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উত্তরণের ইয়ুথ এ্যাম্পওয়াড প্রজেক্টের যোয়াকিম মন্ডলসহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ। উত্তরণের ইয়ুথ এ্যাম্পওয়াড প্রজেক্টের পক্ষ থেকে প্রতি মাসে উপজেলার ১৮টি স্কুলে ও ২টি মাদ্রাসার ছাত্রীদের ৩২০০ সেনেটারী প্যাড দেওয়া হয়ে থাকে বলে জানান উত্তরণের প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল।




Leave a Reply

Your email address will not be published.